শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ন [gtranslate]
Headline
Headline
গাজীপুরে সাংবাদিকদের ওপর হামলা, আটক এক তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা শেখ ফরিদ পলক এবার হলিউডের পর্দায় মহানগর জাতীয় পার্টির উদ্যোগে নুরুল হুদা জুজু ও মনোয়ারা বক্সের স্মরণসভা অনুষ্ঠিত রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণের অনুষ্ঠান জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সাইফ জেলার আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে শ্রীপুর পৌর বিএনপির আনন্দ মিছিল ঝালকাঠিতে সাপ্তাহিক আলোকিত বিশ্বময় পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন  নড়াইলের গাছবাড়ীয়ায় মতুয়া মহাউৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রাম উপজেলা সড়ক দুর্ঘটনায় সাংবাদিক জসিম চৌধুরী নিলয়ের মৃত্যু বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা. পীরগঞ্জে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহ ৪’শ জনের বিরুদ্ধে মামলা তালাকের পর যৌতুকসহ বিভিন্ন মামলা দিয়ে হয়রানি পটিয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ মহিলাসহ আহত-৩ থানায় অভিযোগ গাজীপুর সদর উপজেলায় বিএনপির আলোচনা ও কর্মী সভা আমতলীর ১০ বছরের শিশু ধর্ষণ মামলার এজাহার ভুক্ত আসামি র‌্যাবের যৌথ অভিযানে গ্রেফতার রফিকুল ইসলাম (বাচ্চু)-কে ১ নং যুগ্ম আহ্বায়ক করায় আনন্দ মিছিল চট্টগ্রামে শীর্ষ  ভুমিদস্যু নুর হোসেন প্র: নুরু গ্রেপ্তার এলাকায়  স্বস্তি মিষ্টি বিতরণ  গাজীপুরের ভবানীপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণের উদ্বোধন পটিয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পুর্ন ইসলামপুর মোশারফগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে বিদেশী পিস্তল সহ গ্রেফতার-১
মণিরাপুরে রাজপথ কাঁপানো সাবেক ছাত্রলীগনেতা আব্দুর রবের দুরারোগ্য ব্যধিতে দু’টি পা কর্তন: প্রধানমন্ত্রীর সূদৃষ্টিসহ চিকিৎসার জন্য সকলের সহযোগিতা কামনা
/ ৯৮ Time View
Update : সোমবার, ৪ অক্টোবর, ২০২১, ২:২৩ অপরাহ্ন

নূরুল হক, মণিরামপুর:
দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা নিতে না পেরে যশোরের মণিরাপুরের রাজপথ কাঁপানো উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা আব্দুর রবের দু’টি পা কর্তন করতে হয়েছে। বর্তমানে পা বিহীন অবস্থায় উপজেলা সদরে একটি বেসরকারী কিনিকে অসহায়ের মতো দিনাতিপাত করছেন আর মৃত্যুর প্রহর গুনছেন। বেঁচে থাকার আকুতি ও সু-চিকিৎসায় জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীরসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।
জানাযায়, উপজেলার ভোজগাতী ইউনিয়নের কর্ন্দপপুর গ্রামের মৃত আব্দুস সাত্তার গাজীর ৪ পুত্রের মধ্যে তৃতীয় আব্দুর রব। ২০১৭ সালে নিজ কৃষি জমিতে কাজ করতে গিয়ে তার ডান পায়ে সামান্য ফোঁসকা পড়ে। সাধারণ ফোঁসকা মনে করে বেশি গুরুত্ব না দিয়ে সাধারণ চিকিৎসকের নিকট চিকিৎসা গ্রহণ করেন। কিন্তু তাতে আশানুরূপ ফল হয়নি। ধীরে-ধীরে মারাত্মক আকার ধারণ করে পায়ের ফোসকা পড়া জায়গা। সেখান থেকে ঘাঁ এবং পরে পঁচন। তার শরীরে ডায়াবেটিক থাকায় পঁচন দ্রæত ছড়িয়ে পড়ে পায়ের উপরের দিকে। এরই মধ্যে বিভিন্ন চিকিৎসকের কাছে চিকিৎসা নেন তিনি। কিন্তু শত চেষ্টার পরও তার পা বাঁচিয়ে রাখতে পারেননি চিকিৎসক। এরপর বিশেষজ্ঞ ডাক্তারের শরানাপন্ন হলে ২০১৮ সালের মাঝামাঝি সময়ে অস্ত্রোপাচার করে পঁচন রোধ করতে ডান পায়ের গোড়ালি পর্যন্ত কেটে ফেলতে বাধ্য হন। কিন্তু পঁচন রোধ করা সম্ভব না হওয়ায় পর্যায়ক্রমে হাটু এবং শেষ পর্যন্ত কোমরের ঠিক নীচ থেকে তার ডান পা সম্পূর্ণ বিছিন্ন করা হয়। ইতোমধ্যে নিজের সহায় সম্বল বিক্রিসহ আত্মীয়-স্বজদের কাছ থেকে ধার-দেনা করে চিকিৎসা করিয়েছেন। কিন্তু অর্থাভাবে এক সময় যথাযথ চিকিৎসা সমাপ্ত না করে বাড়ীতে ফিরে আসে। এলাকার কিছু হিতাকাঙ্খিদের সহযোগিতায় স্থানীয় বেগারীতলা (টুনিয়াঘরা) বাজারে ছোট একটি দোকানঘর ভাড়া নিয়ে মুদি ব্যবসা শুরু করেন। এক পায়ে ভর দিয়ে কোন রকম বাড়ী থেকে দোকান এ ভাবে চলছিল তার ব্যবসা এবং সংসার। কিন্তু বিধিবাম, সে সুখ টুকু সইলো না তার কাপালে। চলতি বছরের শুরুর দিকে অপর (বাম) পা’টিও একই রোগে আক্রান্ত হয়। ইতোমধ্যে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চিকিৎসা করিয়েও কোন ফলপ্রসু ফলাফল পাওয়া যায়নি। এদিকে পায়ে অবস্থা দিন-দিন আরও খারাপের দিকে চলে যায়। এবার স্মরনাপন্ন হন আদদ্বীন মেডিকেল কলেজের অর্থপেডিক বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ নজরুল ইসলামের কাছে। তিনি পরীক্ষা-নিরীক্ষা করে তার ব্যাক্তি মালিকানাধীন মণিরামপুর পৌরশহরে রোকেয়া কিনিকে গত ২ অক্টোম্বর ২০২১ইং তারিখে তার বাম পা’টিও সফল অপারেশন করে কেটে শরীর থেকে বাদ দেয়া দিয়েছেন। বর্তমানে দু’পা বিহীন আব্দুর রব রোকেয়া কিনিকে বেডে শুয়ে পায়ের যন্ত্রনায় কাতরাচ্ছেন আর মৃত্যুও প্রহর গুনছেন।
এ বিষয়ে অধ্যাপক ডাঃ নজরুল ইসলাম বলেন, ‘আব্দুর রবের পা মুলত: ডায়াবেটিক ফুট রোগে আক্রান্ত হয়ে ভয়াবহ পঁচন ধরেছিল। যে কারণে তার জীবন বাঁচাতে পা কেটে ফেলা ছাড়া আর কোন চিকিৎসা ছিল না।’
নব্বই দশকের উপজেলা ছাত্রলীগের সভাপতি বর্তমান উপজেলা আওয়ামীলীগনেতা অ্যাড. বশির আহমেদ খান (এপিপি) জানান, আব্দুর রব ১৯৯৪ সালে মণিরামপুর সরকারী কলেজ ছাত্রলীগের আহবায়কের দায়িত্ব পালন করেছেন। এরপর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদকসহ ইউনিয়ন আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সে স্কুল জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ততা ছিলেন। এরশাদ পতন আন্দোলন, খালেদা জিয়ার শাসনামলে আওয়ামীলীগের সকল কর্মসূচীর অগ্রভাগে থাকতেন। শতবাধা বিপত্তি আসলেও কখনো দল তথা নৌকার সাথে বেইমানী করেননি এই নেতা।
তৎকালিন উপজেলা যুবলীগের আহবায়ক বর্তমান জেলা যুবলীগনেতা প্রবীর কুন্ডু জানান, ‘আব্দুর রব দীর্ঘদিন যাবৎ রাজনীতির সাথে যুক্ত আছেন। কিন্তু অদ্যবধি তিনি রাজনীতি থেকে এতটুকু সুবিধা গ্রহণ করেছেন এমন কোন নজির নেই। বরাবরই রব ছিল আওয়ামী নীতি আদর্শে বিশ্বাসী। একজন আদর্শ মৃজিব সৈনিক।’
স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগনেতা আব্দুর রাজ্জাক বলেন, আব্দুর রবের বাবার উপজেলার ব্যাগারীতলা বাজারে একটি মুদি দোকান ছিল। লেখাপাড়া আর রাজনীতির পাশাপাশি ওই দোকানে বাবাকে সহযোগিতা করতেন। কিন্তু এক সময়ে আওয়ামী বিরোধী রাজনৈতিক মতাদর্শের অত্যাচারে সে দোকানটিও ছেড়ে দিতে বাধ্য হয় তার বাবা। ১৯৯৬ সালে আওয়ামীলীগ সরকার গঠন করলে তিনি নিজের জন্য না করে বন্ধুদের চাকুরীর সুপারিশ নিয়ে ছুটে বেড়িয়েছেন নেতাদের দ্বারে-দ্বারে। অনেকের চাকুরী তার সুপারিশে হয়েছে-এমনটি বেশ কয়েকজন স্বীকারও করেছেন। তার নিজের জন্য চাকুরীর চেষ্টা না করে পরের জন্য এত ছোটাছুটির কারণ জানতে চেয়ে প্রশ্ন করা হলে-একই জবাব পাওয়া যেত-আমি আজ না হয় কাল চাকুরী একটা পেয়ে যাবো কিন্তু এদেরতো সুযোগ কম। যদি আমার সুপারিশে তাদের চাকুরী হয় সেটাই বড় কথা। কিন্তু ২০০১ সালে বিএনপি জোট মতায় আসলে তার ভাগ্যে নেমে আসে দুর্ভাগ্যের মহাখড়ক। জামায়াত-বিএনপি’র অত্যাচারে প্রায় পুরো পাঁচটি বছর পলাতক জীবন যাপন করতে হয়। ২০০৫ সালের শেষের দিকে এক বন্ধুর সহযোগিতায় যাত্রীবাহি ঢাকাগামী পরিবহনের সুপার ভাইজারের কাজ পেয়ে যায়। সকল লাজ-লজ্জা দুরে ঠেলে দিয়ে কাজে নেমে পড়েন সে। অসুস্থ হওয়ার আগ পর্যন্ত সে কাজেই নিযোজিত ছিল। কিন্তু বিধাতার সেটাও সহ্য হলো না। সামান্য ফোঁসকা থেকে সৃষ্টি পঁচন রোগে তার দু’টি পা শরীর থেকে কেটে ফেলতে হয়েছে। কি হয় সেটাও এই মুহূর্তে বলা যাবে না। তার আশু রোগমুক্তি ও অপারেশন পরবর্তী সু-চিকিৎসায় মামনীয় প্রধানমন্ত্রী, রাাজনৈতিকদলের সহকর্মীসহ সমাজে বিত্তবানদের সহযোগিতার কামনা করেছেন। কেউ সহযোগিতার হাত বাড়াতে চাইলে তার ব্যবহৃত মুঠোফোনের (বিকাশ) -০১৯১২৯৭৯১১৮ নম্বরে যোগাযোগ করার আকুতি জানিয়েছেন তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page
February 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031