

সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতাঃ-
চট্টগ্রাম বোয়ালখালী ৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমেদ এমপি সাথে মতবিনিময় করেছেন চট্টগ্রাম দক্ষিন জেলা আবুধাবি প্রবাসী আওয়ামী লীগ নেতৃবৃন্দরা।মতবিনিময়ে বীরমুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন আহমদ এমপি বলেন,বঙ্গবন্ধুকন্যা, বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বিশ্বনেতা শেখ হাসিনাবাঙালি জাতির অনুপ্রেরণার উৎস। বঙ্গবন্ধু আওয়ামীলীগকে তৃণমূলের জনপ্রিয়রাজনৈতিক দলে পরিণত করেছিলেন। জাতির পিতার নির্মম হত্যাকা-ের পর তার নির্বাসিত কন্যা শেখ হাসিনা সবচেয়ে খারাপ সময়ে আওয়ামী লীগের নেতৃত্ব
গ্রহণ করেছেন। তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে অনেক এগিয়ে এসেছেন।তিনি বার বার মৃত্যুর দ্বার থেকে ফিরে এসেছেন। ১৯৯৬ সালে ২১ বছর পরআওয়ামী লীগকে জনপ্রিয় দল হিসেবে ক্ষমতায় এনেছেন। ১৯৯৬ সালে শেখ হাসিনা
সরকার গঠন করে যে অসম্ভব কাজটি সম্ভব করেছিলেন তা হলো জাতির পিতা ও তার
পরিবারের হত্যাকারীদের বিচার এবং পরে ২০১০ সালে যুদ্ধাপরাধীদের বিচারের
আওতায় নিয়ে এসেছেন। আর বাঙালি জাতির আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা
করছেন নিরন্তর। আওয়ামী লীগ সবসময় শোষণ, বঞ্চনা, অবিচার, নিপীড়নের
বিরুদ্ধে রাজনৈতিকভাবে সোচ্চার, প্রতিরক্ষামূলক ভূমিকা পালন করে আসছে। এই দল ক্ষমতায় থাকলে জনগণের ভাগ্যের উন্নতি হয়। তাই প্রধানমন্ত্রী’র ভিশন
২০৪১ সালের মধ্যে একটি উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে দলীয় নেতাকর্মী ও প্রবাসী ভাইদের এগিয়ে আশার আহবান জানান। তিনি সম্প্রতি চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসী আওয়ামীলীগ দুবাই উত্তর আমিরাতের সাধারন সম্পাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের বাসভবনে প্রবাসী আ’লীগ নেতাদের সাথে
মতবিনিময়ে এ কথা বলেন।এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসী আওয়ামীলীগ আবুধাবির প্রধান উপদেষ্টা সুলতানুর আলম, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সীপক বডুয়া (লাকী), যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: মোরশেদ আলম, দুবাই উত্তর আমিরাতের সাধারন সম্পাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, মামুন নুর, মো: খোরশেদ আলম, মো বাহাদুর, মো মুছা, মোহাম্মদ খোরশেদ (বেতাগী)।
পরে নেতৃবৃন্দরা চট্টগ্রাম বোয়ালখালী ৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম
দক্ষিন জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোছলেম উদ্দিন
আহমেদ এমপি কে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন।