

এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরোচীফঃ
৪ অক্টোবর ২০২১ সোমবার রাত ১০টা ৪৫ মিনিটে যশোর কেন্দ্রীয় কারাগারে চুয়াডাঙ্গার জেলার আলমডাঙ্গা উপজেলার আলোচিত দুই নারী ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আজিজ ওরফে আজিজুল (৫০), মিন্টু ওরফে কালু (৫২), কে গলায় ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ জন খুনির ফাঁসি কার্যকর করতে ৪ অক্টোবর সোমবার রাত ১০ টার দিকে একে একে কারাগারে প্রবেশ করেন। যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদ্দার, সিভিল সার্জন শেখ আবু শাহীন, যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলীপ কুমার রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান। এর আগে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ওই ২ জন আসামিকে গোসল করানোর পর তাদের তওবা পড়ান, এবং দুই রাকাত সুনত নামাজ আদায় কারান মসজিদের ইমাম।
স্বজনদের সঙ্গে শেষ সাক্ষাতের পর তাদের খাবার খাওয়ানো হয়। এরপর তাদের রায় পড়ে শোনানো হয়। নিম্ন আদালতের রায়, আপিল বিভাগের রায় এবং রাষ্ট্রপতির ক্ষমার আবেদন নামঞ্জুর হওয়ার বিষয়টি তাদের জানানো হয়। পরে তাদের জমটুপি পরিয়ে ফাঁসির মঞ্চে নেওয়া হয়। রাত ১০ টা ৪৫ মিনিটে প্রথমে মিন্টু ওরফে কালু এবং এর ৫ (পাঁচ) মিনিট পর একই গ্রামের আজিজ ওরফে আজিজুলের ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ফাঁসি কার্যকর করে ৫ (পাঁচ) জল্লাদ কেতু কামার, মশিয়ার রহমান, লিটু হোসেন, আজিজুর রহমান ও কাদের অংশ নেন।
মৃত্যুদণ্ড কার্যকরের পর সিভিল সার্জনের নেতৃত্বে চিকিৎসক টিম তাদের মৃত্যু নিশ্চিত করে। এরপর ফরেনসিক টিম ময়নাতদন্ত সম্পন্ন করার পর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেন।
রাত ১১ টা ১৫ মিনিটে যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিন কান্তি, ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের এবিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন।