

নান্দাইল ( ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার দিলালপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ( অবসর প্রাপ্ত) আব্দুল মতিন ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মরহুমের বাড়ি উপজেলার সিংরইল ইউনিয়নের মহাবৈ গ্রামে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
সোমবার (৪ অক্টোবর) দিবাগত রাত ১২.৩০ মিনিটে তিনি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন।
মঙ্গলবার দুপুর আড়াইটায় মহাবৈ গ্রামের স্থানীয় মসজিদ চত্বরে প্রথম ও দিলালপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিকাল ৩ টায় দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় স্থানীয় এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, নান্দাইল পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, সিংরইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম সহ বিভিন্ন পেশার লোকজন অংশ গ্রহণ করেন।
জনপ্রিয় শিক্ষক আব্দুল মতিন মৃত্যুকালে স্ত্রী, ৫ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়- স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।