মোঃ শরিফ মিয়াঃ
মুজিব বর্ষের অঙ্গিকার” পুলিশ হবে জনতার” এই স্লোগানকে সামনে রেখে, সারাদেশে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশের অংশ হিসেবে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ পুলিশ।
এরই ধারাবাহিকতায় ইসলামপুর থানা পুলিশের আয়োজনে আজ মঙ্গলবার ৫ অক্টোবর দুপুরে ইসলামপুর থানাধীন চরগোয়ালিনী ইউনিয়ন কার্যালয়ের মাঠ প্রাঙ্গনে ১২ নং বিটপুলিশিং সমাবেশ এর আয়োজন করা হয়। ডিগ্রীরচর তদন্ত কেদ্রের ইনচার্জ আঃ বারী এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাজেদুর রহমান, বিশেষ অতিথি হিসাবে ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নূর ভক্ত দুদু মোল্লা, সাধারণ সম্পাদক হালিম মিয়া, সাবেক সভাপতি আলীনুর ইসলাম, এস.আই মাহমুদুল হাসার মোরাল সহ স্থানীয় ইউপির মেম্বার ও কলেজ ছাত্রী সহ আরও অনেকে। উক্ত সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ, মসজিদের ইমাম, ও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।সমাবেশে অংশগ্রহণকারীগণ ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান এবং এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সচেতন হওয়ার আহবান জানান।
সমাবেশে প্রধান অতিথি ইনচার্জ মাজেদুর রহমান তার বক্তব্যে বলেন, দেশের সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে পুলিশ। দেশের সেবা ও জনগণের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা জনগণের পাশে রয়েছে বাংলাদেশ পুলিশ,
সমাপনি বক্তব্যে ডিগ্রীরচর তদন্ত কেদ্রের ইনচার্জ আঃ বারী বলেন, যেকোন আইনি সমস্যায় আমরা আপনাদের পাশে থাকবো, আপনারা বিট পুলিশকে নারী ধর্ষন ও নির্যাতন রোধে ও যে কোন সমস্যায় আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন বলে শেষ করেন তিনি।