

পটিয়া (চট্টগ্রাম)থেকে সেলিম চৌধুরীঃ-
চট্টগ্রামে পাহাড়ে পেঁপে বাগানের আড়ালে মোঃ আলাউদ্দিন নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে করছিল গাঁজা চাষ। অবশেষ তার গাঁজার বাগানে হানা দিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের দল। অভিযানে ৩৬টি গাঁজা গাছ থেকে অভিযুক্ত আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুর সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়ার পাহাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক হুমায়ন কবির খন্দকার বলেন, গ্রেফতার হওয়া আলাউদ্দিন দীর্ঘ ধরে পাহাড়ি এলাকায় পেঁপে চাষের আড়ালে গাঁজা চাষ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গাঁজা বাগানে অভিযান চালানো হয়। অভিযানে ৩৬টি গাঁজা ছাড়াসহ আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক চাষবাদ এবং বিক্রি অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা খ সার্কেল পটিয়া পরিদর্শক সাইফুল ইসলাম।