

মোঃ ফরহাদ মিয়া,মুন্সীগঞ্জ :
মুন্সীগঞ্জে মোটর সাইকেল চুরির অভিযোগ পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ চৌকস টিম তিনটি মোটর সাইকেল উদ্ধার করে ও ৫ জনকে গ্রেপ্তার করে।
গত ৩ সেপ্টেম্বর ২০২১ খ্রিঃ মুন্সীগঞ্জ আদালত প্রাঙ্গণ থেকে কোর্টের অফিস সহায়ক ফরহাদ হোসেন রুবেল এর একটি পালসার মোটর সাইকেল চুরি হওয়ার মুন্সীগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলার নং ০৯ তারিখ ৩ সেপ্টেম্বর ২০২১ খ্রিঃ ধারা-৪৫৪/৩৮০ পেনাল কোড রুজু করা হয়।
ঘটনার পরবর্তী সময় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব দিক নির্দেশনায় মুন্সীগঞ্জ ডিবি পুলিশ অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ( পিপিএম) এর নেতৃত্বে তথ্য প্রযক্তির সাহায্যে অভিযান পরিচালনা করে আন্তঃজেলা মোটর সাইকেল চোর দলের সক্রিয় সদস্য রেজা মাহামুদ সাইমন (৩২),মোঃ জাহিদুল ইসলাম নিবর (২৫), সুমন ওরফে কালু (২২), আমিনুল ইসলাম (৩০),মোঃ সানি (২১) কে আটক করে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান, উক্ত আসামীদের হেফাজত হতে উক্ত ঘটনায় চুরি যাওয়া একটি পালসার মোটর সাইকেল উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামীদের দেওয়া তথ্য মতে বিভিন্ন এলাকা হতে চোরাইকৃত একটিএ্যাপাসি ফোর-বি ও একটি সুজুকি জিক্সার মোটর সাইকেলসহ তিনটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে পূর্বে চুরি মামলা রয়েছে। রেজা মাহামুদ সাইমন বিরুদ্ধে ৩টি মামলা ,মোঃ জাহিদুল ইসলাম নিবর এর ২ টি মামলা, সুমন ওরফে কালুর বিরুদ্ধে ১টি মারামারি মালমা রয়েছে।