

রোকুনুজ্জামান খানঃ
ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহ্বায়ক , মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক , আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজ সেবক গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আত্মদানকারী বীর শহীদ ময়েজ উদ্দিনের ৩৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগষ্ট ) গাজীপুর সদর উপজেলায় বাড়িয়া ইউনিয়নের বলধা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ আওয়ামী লীগ বাড়ীয়া ইউনিয়ন শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী এবং গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আ খ ম মোজাম্মেল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর ৫ আসনের এমপি, মহিলা ও শিশু বিষয়ক,, মন্ত্রণালয়ের সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের মহিলা বিষয়ক সম্পাদক
জনাব মেহের আফরোজ চুমকি এবং গাজীপুর ৩ আসনের এমপি ও গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।
এসময় আরো উপস্থিত ছিলেন, গাজীপুর সদর উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন, সদর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন দুলাল, বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আক্তারুজ্জামান শুকুর,
গাজীপুর জেলা আওয়ামী লীগ সদস্য মোঃ হাবিবুর রহমান খান প্রমুখ এবং স্থানীয় নেতা-কর্মী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।