

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ এ তরগাঁও ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের তরুণ সমাজসেবক আশেকুল ইমান সোয়েবকে আবার নতুন করে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চায় সাধারণ জনগন। তারা বলছেন, আমাদের দাবি পূরণে এবং সমস্যা সমাধানে সব সময় তিনি চেষ্টা করে থাকেন। গত ১০ বছরে নিজের কাজের মাধ্যমে জনপ্রতিনিধি হিসেবে তিনি বেশ সুনাম কুড়িয়েছেন; তাই তৃতীয় বারের মতো মেম্বার হিসেবে তাকেই আমরা চাই।
সরেজমিনে সাধারণ মানুষের কাছ থেকে জানা গেছে, তরগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডে আশেকুল ইমান সোয়েব অত্যান্ত জনপ্রিয়। সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে থাকেন বলে প্রত্যেক শ্রেণী পেশার মানুষের কাছে তিনি ভালবাসার পাত্র। জনসেবায় ছুটে চলা তরুণ এ নেতাকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে নির্বাচন করার জন্য আহ্বান জানাচ্ছে সাধারণ মানুষ। তাদের দাবি মেম্বার পদে প্রতিদন্দ্বিতা করলে বিপুল ভোটে জয়ী হবেন সোয়েব।
বর্তমান প্যানেল চেয়ারম্যান ও মেম্বার আশেকুল ইমান সোয়েবের বিষয়ে কথা হয় বাগিয়া গ্রামের মহিউদ্দিন সিকদার, হানিফ খান, আবুল কাশেমের সাথে। তারা বলেন, মেম্বার হিসেবে সোয়েবই যোগ্য ব্যক্তি। এছাড়া তিনি অত্যন্ত জনপ্রিয় ও জনবান্ধব একজন মেম্বার। গত সময়গুলোতে এলাকার উন্নয়নে প্রচুর কাজও করেছেন তিনি। তার মতো একজন জনপ্রতিনিধি পাওয়া নিসন্দেহে সৌভাগ্যের।
এ বিষয়ে আশেকুল ইমান সোয়েবের কাছে জানতে চাইলে তিনি বলেন, জনগণ আমাকে ২নং ওয়র্ডের মেম্বার হিসেবে দেখতে চায়। জণগনের দোয়া ও সমর্থন পেলে ইনআশাল্লাহ প্রতিদন্দ্বিতা করব এবং জয়ী হয়ে এলাকার উন্নয়নে নিজেকে আবার নতুন করে আত্ননিয়োগ করব।