

সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতাঃ-
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরীফ আধ্যাত্ম শরাফতের অন্যান্য দিকপাল মহান শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) সহধর্মিনী উম্মুম আশেকীন মুনওয়ারা বেগম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি বুধবার (৬ অক্টোবর) আনুমানিক রাত সাড়ে দশটার দিকে ইন্তেকাল করেন।আগামীকাল ৭ অক্টোবর বৃহস্পতিবার
বাদে আছর চট্টগ্রাম মাইজভাণ্ডার দরবার শরীফ শাহী ময়দানে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।মৃত্যুকালে তিনি একমাত্র পুত্র রাহাবারে আলম আলহাজ্ব হযরত সৈয়দ মোহাম্মদ হাসানমাইজভাণ্ডারী(ম.) ও পাঁচ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, আশেক, ভক্ত-মুরিদান এবং গুনগ্রাহী রেখে যান। এদিকে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) সহধর্মিনী উম্মুম আশেকীন মুনওয়ারা বেগম ইন্তেকালে মাইজভান্ডার দরবার শরীফে শোকের ছায়া নেমে এসেছে। উনার ইন্তেকালে দরবারে আওলাদগন,
আশেক ভক্তবৃন্দ ও বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন। এদিকে মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির বাংলাদেশ পটিয়া
সাংগঠনিক সমন্বয়কারীগণ গভীর শোক প্রকাশ করেছেন তারা হলেন, জাফরুল ইসলাম, সমন্বয়কারী মোঃ নাছির উদ্দীন, সম্বয়কারী মফিজ উদ্দিন, সম্বয়নয়কারী সাইফুল ইসলাম (সোহেল) সম্বয়কারী আলী আকবর সিকদার, সমন্বয়কারী শাহজাদা মঞ্জু ভান্ডারী, সমন্বয়কারী আবদুর রহিম, সমন্বয়কারী ওমর ফারুক, দৈনিক জনতা ও দৈনিক ইনফো বাংলা’র সাংবাদিক সেলিম চৌধুরী প্রমুখ।