

মোঃ তরিকুল ইসলাম,মাগুরা প্রতিনিধি:
মাগুরার মহম্মদপুরে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে সরকারি অনুদানের চেক বিতরন ও আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসাবে মাগুরা-২ আসনের সাংসদ ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার উপস্থিত থেকে ১৩২ টি পূজা মন্ডুপের সভাপতি সাধারন সম্পাদকের হাতে ১৫ হাজার টাকার চেক তুলে দেন।
চেক বিতরন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসির উদ্দিন, মাগুরা জেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক শ্রী বাসু দেব কুন্ডু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেবী নাজনীন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটন, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাই মিয়া, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু শ্রীকান্ত, জিএম বিপ্লব রেজা বিকো, মিজানুর রহমান পলাশ, বিনোদপুর ইউপি চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান,বাবুখালী ইউপি চেয়ারম্যান মীর মো: সাজ্জাদ আলী প্রমুখ।
নির্বিঘ্ন এবং আনন্দঘন পরিবেশে সার্বজনীন দুর্গাৎসব সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন পক্ষ থেকে ৩ স্থরের নিরাপত্তা ব্যবস্থা তৎপর রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।