পটুয়াখালী প্রতিনিধি শম্ভু সাহা:
পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম এর দিকনির্দেশনায় স্বল্প সময়েই রাঙ্গাবালীতে গণধর্ষন মামালার ৩ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। আটক আসামীরা হচ্ছে ভিকটিমের চাচাতো দেবর ছলেমান বেপারী(২২), মোঃ আরিফ খান(২৩) ও বাপ্পী প্যাদা(২৫)। বাকি ৩ আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অপরাধ) মো. মাহফুজুর রহমান জানান।
জানাগেছে, ঘটনার দিন ৬ অক্টোবর সকাল ১০ টার দিকে ২০ বছরের ভিকটিম গৃহবধু গলাচিপা উপজেলার চরবিশ্বাস হতে তার চাচাতো দেবর ছলেমানের সাথে ভাড়া ট্রলার যোগে রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরবেস্টিন পিত্রালয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে চরনজির সাপের খাল এলাকায় পৌছলে দেবর ছলেমান ভিকটিমকে ফরেস্টের ছৈলা বনে নিয়ে ছলেমানের ৬ সহযোগী পালাক্রমে ধর্ষন করে পালিয়ে যায়। স্থানীয়রা এ ঘটনা টের পেয়ে ভিকটিমকে উদ্ধার করে নিকটস্থ পুলিশ ক্যাম্পে নিয়ে যায়। এঘটনায় ছলেমানকেসহ ৬জনকে আসামী করে রাঙ্গাবালী থানায় নারী ও নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(৩) ধারায় মামলা রুজু করে। মামলা নং-১, তারিখঃ ০৭.১০.২১ইং।
এ গণধর্ষনের খবের পুলিশ সুপারের দিক নির্দেশনায় চরকাজল অস্থায়ী পুলিশ ক্যাম্প, চরমোন্তাজ তদন্ত কেন্দ্র ও রাঙ্গাবালী পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে উক্ত ৩ ধর্ষককে আটক করে পুলিশ