মোঃ এনামুল হক শ্রীপুর গাজীপুরঃ
ময়মনসিংহের ভালুকা-শ্রীপুরের সীমান্ত এলাকা থেকে গালা কাটা অবস্থায় রিয়াজ উদ্দিন (৪৫) নামে এক অটোচালককে উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। বুধবার রাত ২টায় উদ্ধার করে তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও পরে আশংঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।থানা পুলিশ সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলার হাজীরচালা এলাকার বাসিন্দা আব্দুল বাতেনের ছেলে অটোরিক্সাচালক রিয়াজ উদ্দিনকে বাড়ির পাশ থেকে যাত্রী বেশে কয়েকজন দুর্বৃত্ত ভাড়ায় চুক্তি করে রাত ১২টার সময় পাশের জৈনাবাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথে সিপি পোল্ট্রি এন্ড হ্যাচারীর গেইট পার হওয়ার পর ফাঁকা জায়গায় দুর্বৃত্তরা অটোরিক্সা চালক রিয়াজ উদ্দিনের মুখ ও গলায় দাঁড়ালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় সিপি কোম্পানির নৈশ প্রহরিদের ডাক চিৎকার শোনে ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা অটোরিক্সা ফেলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ গলাকাটা অবস্থায় রিয়াজ উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। ভালুকা ৫০ শয্যা সরকারী হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. আবু সাঈদ জানান, শ্বাসনালি কাটা অবস্থায় পুলিশ এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে। পরে আশংঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, রাতের বেলা আমাদের থানায় খবর আসে গলাকাটা এক ব্যক্তি রাস্তার পাশে পড়ে রয়েছে শ্রীপুর থানা পুলিশ তদন্ত করছে।