

সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতাঃ-
ত্বরিকা-ই-মাইজভান্ডারীয়া’র প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (কঃ)এর-প্র-পৌত্র বিশ্ব অলি শাহান শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী(কঃ)’র সহধর্মিনী ও গাউছিয়া হক মঞ্জিল-এর সাজ্জাদানশীন প্রাণ প্রতিম মুর্শিদ যুগের রাহ্বার হযরতুলহাজ্ব হযরত শাহ সুফি মাওলানা সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (ম.)’র মমতাময়ী আম্মাজান,শাহান শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) ট্রাস্ট (এস জেড এইচ এম ট্রাস্ট)’এর ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন উম্মুল আশেক্কীন মোসাম্মৎ মুনাওয়ারা বেগম-এর জানাযা নামাজ গত ৭ অক্টোবর বৃহস্পতিবার বাদে আছর মাইজভান্ডার দরবার শাহী ময়দানে অনুষ্ঠিত হয়। জানাযা নামাযের ইমামতি করেন মাইজভান্ডার শরীফ শাহী জামে মসজিদের সাবেক খতিব মাওলানা মোহাম্মদ নূরুল ইসলাম ফোরকানী। জানাজার নামাজে মাইজভান্ডার দরবার শরীফের বিভিন্ন মঞ্জিলের সাজ্জাদানশীন ও ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য যে জানাজা নামাজ মাইজভান্ডারী দরবার শাহী ময়দানে অনুষ্ঠিত হলেও মাইজভান্ডার দরবার শরীফের প্রত্যেক মঞ্জিল এর মাঠ,বিল্ডিং,বিল্ডিং এর ছাদ,রাস্তা জুড়ে কানায় কানায় ভর্তি হয়ে জনসমুদ্রে রূপ নেয় মাইজভান্ডার দরবার শরীফ। জানাজা নামাজ শেষে মরহুমা কে বিশ্ব অলি হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) পবিত্র র রওজার ভিতরে দাপন করা হয়। তিনি বার্ধক্যজনিত কারণে গত ৬ অক্টোবর বুধবার দিবাগত রাত অনুমান দশটায় ইন্তেকাল করেন। তিনি ফটিকছড়ি উপজেলাধীন দাঁতমারা ইউনিয়নের স্বনামধন্য জমিদার মরহুম বদরুজ্জামান শিকদার এর কনিষ্ঠ কন্যা,মৃত্যুকালে তিনি এক পুত্র রাহবারে আলম আলহাজ্ব হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (ম.) ও পাঁচ কন্যা সন্তান সহ বহু আত্মীয়-স্বজন ও গূনগ্রাহী রেখে গেছেন।
মরহুমার মৃত্যুতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের বড় বড় আলেম ওলামা মাশেক এবং বিভিন্ন সামাজিক রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।