

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার কবির হোসেন। আসন্ন ইউপি নির্বাচনে তৃতীয় বারের মতো আবার নতুন করে তিনি প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে প্রতিদদ্বী প্রার্থীদের মধ্যে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে।
তিনি স্বপ্ন দেখেন আধুনিক ও সমৃদ্ধ একটি ওয়ার্ড গড়ার। উন্নয়নের চাকা সচল রাখতে যে সূচনা তিনি দশ বছর আগে মানুষের ভোটে নির্বাচিত হয়ে দেখেছিলেন তা সম্পন্ন করার জন্য নতুন করে আবার প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। ওয়ার্ডে মেম্বার হিসেবে নির্বাচিত হয়ে তিনি সাধারণ মানুষের অফুরন্ত ভালবাসা পেয়েছেন। সুখে দুঃখে অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। কাজ করেছেন মানুষের কল্যাণে। নিজের ওয়ার্ডকে মনে করেছেন নিজের পরিবার। পরিবারের অসম্পূর্ণ চাহিদা পূরণের প্রত্যাশায় নতুন করে মানুষের সেবা করার সুযোগ পেতে চান বলে তিনি জানান।
বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে তিনি কর্তব্যরত বিগত সময়গুলোতে মানুষের কল্যাণে উন্নয়ন কাজের কথা।
টোক গ্রামের অতুল চন্দ্র বর্মন, মাতাব উদ্দিন, শরিফ বলেন, কবির মেম্বার রাস্তা-ঘাট উন্নয়নসহ সরকারি অনুদানের বাহিরেও ব্যক্তিগত ভাবে তিনি আমাদের জন্য কাজ করেছেন। বিশেষ করে এলাকার চুরি ডাকাতি রোধে রাত জেগে পাহাড়ার ব্যবস্তা নিশ্চিত করেছেন। শিশুদের শিক্ষা অগ্রগতি, শিক্ষা পাঠ ও খেলাধুলার আয়োজন করে সরঞ্জাম বিতরণের মাধ্যমে উৎসাহ দিয়ে আসছেন। নতুন মেম্বার হিসেবে আমরা তাকেই চাই।
টোক নগরে কথা হয় দোকানী জাকির হোসেন, জসিম উদ্দিনের সাথে। তারা বলেন, বয়ষ্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, সরকারি অনুদান আমাদের খোঁজে খোঁজে তিনি দিয়েছেন। গরিব ও মেহনতি মানুষের সুখে দুঃখে সব সময় কবির দাঁড়ান। তাকে আমরা সকলেই ভালবাসি। মেম্বার হিসেবে তিনিই যোগ্য।
রহিমা বেগম নামে আরেক বাসিন্দা বলেন, কবির হোসেন নারীদের জন্য কাজ করেন। বাল্য বিয়ে রোধ, সামাজিক অসঙ্গতি দূরীকরণ, শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সব সময়ই আমাদের সচেতন করেন। আমরা তার কাছে সাহায্য চেয়ে কখনো নিরাশ হইনি। ওনার দ্বারা আমাদের অনেক উপকার হয়েছে।
চলতি মেম্বার ও মেম্বার প্রাথী কবির হোসেন বিগত দশ বছর এলাকার মানুষের জন্য কিভাবে কাজ করেছেন এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় ২০০ লোকের অধিক মানুষকে বয়ষ্ক ও বিধবা ভাতা নিশ্চিত করেছি। ২০টিরও অধিক সড়ক ইটের সলিং ও মেরামত করা হয়েছে। আমার বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ যেভাবে দেশের জন্য কাজ করেছেন সেভাবেই আমি মানুষের জন্য কাজ করে যেতে চাই। ওয়ার্ডের মানুষকেই আমি পরিবার মনে করি। তারাও আমাকে ভালবাসে।