

সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদদতাঃ-
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নে ৫ নং ওয়ার্ডে শাহমীরপুর আবদুল গফুর প্রঃ কুতুবউদ্দিন এর বাড়িতে নিরীহ আবদুল করিম নামে এক ব্যাক্তির আদালত বিচারাধীন জায়গা প্রতিপক্ষগণ জোরপুর্বক দখলের পায়তারা চালাচ্ছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে যে কোন মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করেছে এলাকাবাসী। এসংক্রান্ত বিষয়ে মরহুম হাফেজ আবদুল গফুর এর পুএ আবদুল করিম বাদী হয়ে গত ৬ অক্টোবর একই এলাকার মোঃ আনোয়ার হোসেন, জসিম, নাছির উদ্দীন, আবদুল্লাহ, মোঃ এয়াছিন,তৌহিদ, হারুন, দিল মোহাম্মদ, মুছা, মোঃ হেলাল,আশরফ আলী, তারেক সহ ২০ জনের বিরুদ্ধে চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত মহানগর মিছ মামলা নং ৯৫০/২১ ইং দায়ের করে। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে কর্ণফুলী থানার ওসি কে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ এবং সহকারী কমিশনার ভুমি কর্ণফুলী দখল বিষয়ক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আবদুল করিম গং এর বসতভিটার বিভিন্ন দাগে আন্দরে ৮ শতক ভুমি নিয়ে আবদুল্লাহ গং বিরুদ্ধে বিজ্ঞ আদালত অপর মামলা নং ৭৮/১৪ ইং মিছ মামলা ১০১১/০৯ ইং বিচারাধীন রয়েছে। এছাড়াও আবদুল্লাহ গং এর হাত থেকে ভুমি রক্ষা করতে আবদুল করিম চট্টগ্রাম জেলা প্রশাসক, অফিসার ইনচার্জ সিএমপি বরাবরে লিখিত অভিযোগ দায়ের করে। আদালতের মামলা ও থানার অভিযোগ সুএে জানাযায়, দীর্ঘদিন যাবত আবদুল্লা গং আবদুল করিম এর ভোগখলীয় জায়গা অনাধিকার প্রবেশ করে বহিরাগত লোকজন নিয়ে জোরপুর্বক দখলের পায়তারা চালাইলে বেশ কয়েকবার মামলা- হামলার ঘটনা ঘটে। বিভিন্ন তারিখ সময়ে এঘটনা ঘটলেও গত ৩ অক্টোবর সকালে পুর্নরায় দেশীয় অস্ত্র চাইনিজ কুড়াল, হকিষ্টিক,লোহার রড় নিয়ে দখল করতে ইট বালি কংক্রিট মৌজুদ করে। এতে আবদুল্লা গং বাঁধা দিলে প্রতিপক্ষরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় বলে অভিযোগ সুএে জানাযায়। বর্তমানে বিরোধীয় জায়গা দখল- বেদখল কে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজমান করছে। যেকোনো মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করেছে এলাকাআাসী। আবদুল করিম এ ব্যাপারে কর্ণফুলী পুলিশ প্রশাসনসহ উর্ধতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা কর্ণফুলী থানার এস আই মোঃ আবদুল ওয়াহিদ জানান, আদালতে আদেশ মোতাবেক উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নোটিশ দিয়েছি কেউ শান্তি শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।