ডৌকারচর ইউনিয়নের নৌকার মাঝি হিসেবে দেখতে চাই জনাব মোঃ মাসুদ রানা মিজান ভাই কে


সাদ্দাম উদ্দীন রাজ নরসিংদী বিশেষ প্রতিনিধি:
নরসিংদী,রায়পুরা উপজেলা,ডৌকারচর ইউনিয়নের নৌকার মাঝি হিসেবে দেখতে চাই ডৌকারচর ইউনিয়ন যুবলীগের সংগ্রামী সভাপতি ও ডৌকারচর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও ডৌকারচর ইউনিয়ন পরিষদের সদস্য জনাব মোঃ মাসুদ রানা মিজান ,,,ডৌকারচর ইউনিয়নের প্রতিটি মানুষের নয়নের মনি,সুখ দুঃখের সাথী রায়পুরা তথা পূর্বাঞ্জলের গর্ব আমাদের সবার অভিভাবক আপনাদের ভোটে নির্বাচিত সফল মেম্বার ।
জনাব মাসুদ রানা মিজান সাহেব ছাড়া ডৌকারচর ইউনিয়ন এর কোনো বিকল্প নাই।
তাকে মেম্বার থেকে ডৌকারচর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই ।
তিনিই একজন ব্যক্তি যাকে নৌকার প্রতিক দিলে বিপুল ভোটে পাস করবে। তিনি ডৌকারচর ইউনিয়নে মানুষকে অনেক ভালোবাসে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category