বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানো বিষয়ে জেলা পরিষদের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত


সোহেল রানা, নীলফামারী প্রতিনিধি :
বৃহত্তর রাজশাহী রংপুর বিভাগের ১৪ জেলার মুক্তিযোদ্ধাদের নিয়ে অনুষ্ঠান, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কে জানো, সফল করতে, নীলফামারী জেলা পরিষদের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৮ অক্টোবর শুক্রবার দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে এই প্রেস কনফারেন্সে লিখিত বক্তব্য পেশ করেন, অত্র জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন এবং জেলা পরিষদের নির্বাহী অফিসার মোঃ অতুল মন্ডল। আগামী ৯ অক্টোবর শনিবার নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা পরিষদ আয়োজিত ‘ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কে জানো ‘ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
প্রেস কনফারেন্সে নীলফামারী প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category