

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ-
সারা বাংলাদেশে ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে সদ্ভাব্য চেয়ারম্যান, মেম্বার মহিলা মেম্বার প্রার্থীগণ গনসংযোগ, সভা সমাবেশ, সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করে নিজেকে প্রার্থী হিসেবে জানান দিচ্ছে। এবার পটিয়া ছনহরা ইউনিয়ন পরিষদের নির্বাচন নৌকা মনোনয়ন প্রত্যাশী তালিকায় অনেকের নাম শুনা যাচ্ছে। তার মধ্যে ছনহরা ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি আনোয়ার তালুকদার নৌকার মনোনয়ন প্রত্যাশী। নৌকার প্রত্যাশায় প্রতিনিয়ত উঠান বৈঠক, মতবিনিময় সভা, গণসংযোগ ও বিভিন্ন ধরনের শোডাউন চালিয়ে যাচ্ছেন। এসব অনুষ্ঠানে ভোটারদের কাছে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করছেন। তিনি বিগত পাঁচ বছর ধরে নিজ অর্থায়নে বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে আসছে। এসব করতে গিয়ে ভিন্ন ধরনের বাধার সম্মুখীন হয়েছেন এলাকার লোকজন সুএে জানাযায়। তিনি জানান, ছনহরা ইউনিয়নে সব ধরনের উন্নয়নের সঙ্গে আমার পরিবার জড়িত। নির্বাচনে জনগণের চাহিদা মোতাবেক নৌকার প্রার্থী হতে চাই। কারণ এলাকার প্রত্যেক নাগরিকের সঙ্গে আমার ও আমার পরিবারের আত্মার ও আত্মীয়তার সম্পর্ক জড়িত। আমি মনোনয়ন পেয়ে ছনহরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলে ছনহরা ইউনিয়ন কে একটি মডেল ইউপি হিসেবে গড়ে তুলব। ছনহরা অনাবাদি কৃষি জমি চাষাবাদে উপযোগী এবং বহুতল ভবন নির্মাণ, শিশু ও বৃদ্ধদের জন্য বিনোদন পার্ক, পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করব। সেই সঙ্গে নারী নির্যাতন, যৌন হয়রানি, জঙ্গিবাদ, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত ছনহরা গড়ে তুলব। গরীব অসহায় দরিদ্র মানুষের জায়গা দখল- বেদখল মুক্ত করা হবে। সমাজে সচেতন নাগরিকদের নিয়ে কমিটি গঠন করে ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করব।
তিনি আরও বলেন, ‘জনগণের মতামতের ভিত্তিতে যদি মনোনয়ন দেয়া হয় তাহলে আমি নৌকার মনোনয়ন অবশ্যই পাব। জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আমি বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত হব। বিশিষ্ট পুস্তক ব্যাবসায়ি ও ক্রীড়া সংগঠক আনোয়ার তালুকদার দীর্ঘদিন ছনহরা ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি দায়িত্ব পালন করছেন। এছাড়াও সে পটিয়া উপজেলা যুবলীগ স্টিয়ারিংটা কমিটির সদস্য। মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে পটিয়ার এমপি হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরীর হাতকে শক্তিশালী করার জন্য সবধরনের প্রদক্ষেপ নেবেন বলে জানান।