

মো. সুমন হোসেন রাজশাহীঃ
রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার গত বৃহস্পতিবার (৭ অক্টোবর)তারিখে অনুষ্ঠিত ২০২১-২০২৫ মেয়াদের নির্বাচনে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ আজ শনিবার (৯ অক্টোবর) বিকাল ৫টায় জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান হেনার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর সেখানে দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মীর তৌফিক আলী ভাদু, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আহ্সানুল হক পিন্টু, কোষাধ্যক্ষ হাসিনুর রহমান টিংকু, কার্যনির্বাহী সদস্য সরিফুল রহমান নুরুল হক, তৌরিদ আল মাসুদ রনি, মাকসুদ আলম রোজি, কিবরিয়া আকতার বানু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন্নবী অনু প্রমুখ।