কবিতা-তোমার চোখের ভাষা


মিজানুর রহমান মিজান ;
তোমার চোখের ভাষা আমি বুঝিনি
তাই তোমায় কখনও
আমি খুঁজিনি ।
আমি আকাশকে কতকাল প্রশ্ন করেছি
আমার ভালবাসা কোথায় ?
আকাশ কভু তার জবাব দিতে পারেনি
তারপরও আমি থেমে থাকিনি।
সাগরের খুব কাছে গিয়েছি
আমি যেন হেরেছি
আমি অনেক ঢেউ
নিয়ে ফিরেছি।
তুমিতো কখনও আসনি ফিরে
সব কিছু মুছে গেছে ধীরে ধীরে
নিজেকে প্রশ্ন করি এখনো
কারো যোগ্য ছিলাম
আমি কখনও? নিউইয়র্ক -যুক্তরাষ্ট্র ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category