

সাদ্দাম উদ্দীন রাজ,,নরসিংদী জেলা প্রতিনিধি:
নরসিংদী রায়পুরা উপজেলা ডৌকারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দূর দিনের রাজপথের লড়াকু সৈনিক, মুজিব আদর্শ মিশে আছে যার প্রতিটা নিশ্বাসে ও বিশ্বাসে । ২০০১ সালের ১লা অক্টোবর জাতীয় সংসদ নির্বাচনে, বি,এন,পি, সন্ত্রাসীর হাতে নিহত ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শফিক এ-র বড় ভাই।
১৯৯৫–২০১৩ইং সালে পর্যন্ত ডৌকারচর ইউনিয়ন ছাত্রলীগের সংগ্রামী সভাপতি ছিলেন ।এবং বর্তমান ডৌকারচর ইউনিয়ন যুবলীগের সংগ্রামী সভাপতি ।
দুই- দুইবারের নির্বাচিত সফল ইউ.পি সদস্য । আমার আপনার ভোটে নির্বাচিত
জনাব মোঃ মাসুদ রানা মিজান এ-ই জনতার কান্ডারীকে আগামী দিনের নৌকা মার্কার চেয়ারম্যান হিসেবে ডৌকারচর ইউনিয়ন বাসি দেখতে চান।
তাকে আবার ও ডৌকারচর ইউনিয়নের মেম্বার থেকে চেয়ারম্যান হিসেবে ডৌকারচর ইউনিয়ন মানুষ তাকে থ
দেখতে চান। তিনি একজন ব্যক্তি যাকে নৌকার প্রতিক দিলে বিপুল ভোটে পাস করবে । তাকে ডৌকারচর ইউনিয়নের মানুষ অনেক ভালোবাসে।