

নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি:
করোনা সংকটের কারণে কর্মহীন গরীব ও অসহায় হিন্দু পরিবারের মাঝে শারদীয় দুর্গোৎসবের আনন্দ ছড়িয়ে দিতে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে। পৌরসভার ৩নং-মণিরামপুর (সদর) ওয়ার্ডের কাউন্সিলর বাবুলাল চৌধুরীর নিজস্ব অর্থায়নে প্রায় ৩০টি পরিবারে মাঝে এই বস্ত্র বিতরণ করা হয়। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। এই দুর্গোৎসবের আনন্দ থেকে যাতে কেউ বঞ্চিত না হয়-সে কারণে স্থানীয় কাউন্সিলরের এ মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ওয়ার্ডবাসি।
নতুন বস্ত্র পেয়ে সীতা বিশ্বাস বলেন, ‘২৫ বছর ধরে পরের দোকনে কাজ করে আর চায়ের দোকানে ভ্যানে করে পানি বিতরণ করে আমি আমার সংসার চালায় কিন্তু কোন দিন কেউ খোজ রাখেনি। বাবুলাল চৌধুরী কাউন্সিলর হয়ে ৬ মাসের মধ্যে আমাকে অনেক বার চাউল, নগদ টাকা, ও শাড়ী দিয়েছে। আমি তার কথা কখোনই ভুলবোনা।
মিনা অধিকারি নামে অপর একজন বলেন, বাবুলাল চৌধুরী আমাদের সব সময় খেয়াল রাখে। তার কাছে আসলে সে আমাকে খালি হাতে ফেরত দেয় না।
এসময় কাউন্সিলর বাবুলাল চৌধুরী বলেন, ‘করোনা সংকটে কর্মহীন গরীর ও অসহায় মানুয়ের মাঝে আমি আগেও অনেক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরন করেছি। তাই আমার সীমাবদ্ধতার মাঝেও পৌরসভার ৩নং-ওয়ার্ডের হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলে গরীব, আসহায় হিন্দুদের সাথে পূজার আনন্দ ভাগাভাগি করে নিতেই আমার আজকের এই ক্ষুদ্র উদ্যোগ। তিনি সবাইকে অনুরোধ জানিয়ে বলেন, সবাইকে এভাবে এগিয়ে আসতে হবে। মানুষ মানুষের জন্য। আপনার-আমার সামান্য সহযোগীতায় অসহায় মানুষের মুখে হাসি ফুটবে।’