

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর :
যশোরের ঝিকরগাছা উপজেলায় ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের গত ৯অক্টোবর মনোনয়নের তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি। যেখানে দলীয় ভাবে পূর্বের মনোনয়ন পাওয়া ৩ ইউপি চেয়ারম্যান মনোনয়ন থেকে বঞ্চিত হয়ে কাঁদে আর অপরদিকে কেন্দ্রীয় ভাবে উপজেলার সাবেক ৬ ইউপি চেয়ারম্যান ও বর্তমানে নতুন ৫ সদস্যকে মনোনয়ন দেওয়ায় হেসে খেলে নির্বাচনে জয়ী হওয়ার জন্য মাঠে আছে। উপজেলার ১১টি ইউনিয়নের আওয়ামীলীগের দলীয় প্রতীকের বিরোধীতা করতে একাধিক বিদ্রোহী প্রার্থী হওয়ার বিষয়ে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে। তবে আগামী ২০ অক্টোবর মনোনয়ন বাছাইয়ের পর বোঝা যাবে কে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
উপজেলার ১১ টি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন বঞ্চিত বর্তমান ৩ ইউপি চেয়ারম্যান মনোনয়ন বঞ্চিতরা হলেন ১নং গঙ্গানন্দপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বদরউদ্দিন বিল্টু, ৩নং শিমুলিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শফিউদ্দিন ও ৮নং নির্বাসখোলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম। আর কেন্দ্রীয় আওয়ামীলীগ ঘোষিত মনোনয়ন পাওয়ার তালিকায় রয়েছেন, উপজেলার ১ নং গঙ্গানন্দপুর ইউনিয়নে আমিনুর রহমান আমিন, ২ নং মাগুরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ৩ নং শিমুলিয়া ইউনিয়নে মতিয়ার রহমান সরদার, ৪ নং গদখালীতে আশরাফ উদ্দিন, ৫ নং পানিসারা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নওশের আলী, ৬ নং ঝিকরগাছা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আমির হোসেন, ৭ নং নাভারন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শাহজাহান আলী, ৮ নং নির্বাসখোলা ইউনিয়নে খাইরুজ্জামান, ৯ নং হাজিরবাগ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, ১০ নং শংকরপুর ইউনিয়নে গোবিন্দ চ্যাটার্জী ও ১১ নং বাঁকড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নিছার আলী নৌকা প্রতীক পেয়েছেন। উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর মনোনয়ন দাখিলের শেষ তারিখ, ২০ অক্টোবর মনোনয়ন বাছাই, ২৬ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহার ও ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কমিশন।