

সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতাঃ-
চট্টগ্রামের পটিয়া ধলঘাট ইউনিয়নে বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার ট্রাস্ট মাঠ প্রাঙ্গনে ১১ অক্টোবর সোমবার বিকেলে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ
মুহাম্মদ বদিউল আলম বদি মাননীয় প্রধানমন্ত্রীর দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে পাঁচ শতাধিক মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন। এসব অনুষ্ঠান সূচীর আগে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক পুলিন দে সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করার মধ্যে দিয়ে এক আলোচনা সভা ও বস্ত্র বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পটিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য আলী আহমদ বাবুল এর সভাপতিত্ব ধলঘাট ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রণধীর মেম্বারের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম বদি, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইউনুচ মিয়া মেম্বার,ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ডি এম জমির উদ্দিন,আওয়ামী মৎস্যজীবি লীগের আহবায়ক সাইফুল ইসলাম, পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক লিটন বড়ুয়া, পটিয়া উপজেলা যুবলীগের সাবেক সহ-সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শাহীন, দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ আনোয়ার, যুবলীগ নেতা তৌহিদুল আলম জুয়েল,চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি কামাল হোসাইন, যুবলীগ নেতা মোঃহাসান,পটিয়া পৌরসভা শ্রমিক লীগের সহ-সভাপতি মোঃসাইফুদ্দীন ভোলা,পটিয়া উপজেলা ছাত্রলীগের সদস্য মোঃসাজ্জাদ হোসাইন সহ প্রমুখ। যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বলেন, মামলা হামলা নির্যাতন পুলিশ দিয়ে হয়রানি করে ত্যাগী আওয়ামীলীগ নেতা কর্মীদের মনোবল ভাঙতে পারবে না,যতই হামলা মামলা নির্যাতন চালাবে দলীয় কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে। তিনি বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মানুষের পাশে দাড়িয়েছি।তিনি সরকারের সকল গোয়েন্দা সংস্থা পটিয়া বাস্তব অবস্থান রিপোর্ট করার আহবান জানান।