

এস এম খলিলুর রহমান, খুলনা বিভাগীয় ব্যুরোচীফঃ
১২ অক্টোবর ২০২১ মঙ্গলবার সকাল অনুমান ৯ টা ৫ মিনিটের দিকে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের অভিযানে যশোরের ঝিকরগাছায় ১১০ বোতল ফেনসিডিল, ও মাদকদ্রব্য বিক্রির কাজে ব্যবহৃত মোটর সাইকেলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন, গোয়েন্দা শাখার ডিবি পুলিশের সদস্যরা। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, (১) মনিরুল ইসলাম (৪৮), শার্শা উপজেলার ধান্যতারা গ্রামের ওয়াজেদ আলী মন্ডলের ছেলে, (২) সুমন হোসেন (২৫), সাতক্ষীরা জেলা কলারোয়া উপজেলার বয়ার ডাংগা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে বলে জানা গেছে।
যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিকনির্দেশনা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) রুপন কুমার সরকার, আমাদের এ প্রতিনিধিকে জানিয়েছেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ১২ অক্টোবর মঙ্গলবার সকাল ৮ টা ৩০ মিনিটের দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার মল্লিকপুর গুচ্ছগ্রামস্থ জনৈক মফিজ এর বসতবাড়ীর সামনে ঝিকরগাছা টু যশোর মহাসড়কের উপর ২ জন চিহ্নিত মাদক ব্যবসায়ী মাদক বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের এসআই শাহিনুর রহমান, এএসআই এসএম ফুরকান খান, এএসআই আশরাফুল ইসলামগনের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম ঝিকরগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা কালীন সকাল ৯ টা ৫ মিনিটের দিকে ঝিকরগাছা থানাধীন মল্লিকপুর গুচ্ছগ্রামস্থ জনৈক মফিজ এর বসতবাড়ীর সামনে ঝিকরগাছা টু যশোর মহাসড়কের উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের আটক করেন। আটককৃত মাদক ব্যবসায়ীদের নিকট থেকে ১১০ বোতল ফেনসিডিল, ও মাদকদ্রব্য বিক্রির কাজে ব্যবহৃত মোটর সাইকেলসহ তাদেরকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের চোখ ফাঁকি দিয়ে এসকল মাদকদ্রব্যের ব্যবসা করে আসছে।
পরবর্তীতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন নিয়মিত মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।