

সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতাঃ-
চট্টগ্রামের পটিয়া পৌরসভা জাতীয় শ্রমিকলীগের উদ্দোগে সংগঠন ৫২ তম প্রতিষ্টা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালন করা হয়েছে। সংগঠন পটিয়া বাসষ্টেশন দলীয় অস্থায়ী কার্য়লয়ে ১২ অক্টোবর মঙ্গলবার সন্ধায় কেক কেটে প্রতিষ্টা বার্ষিকী উদযাপন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি নুরুল হাকিম। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পটিয়া পৌরসভা শ্রমিকলীগ সভাপতি শফিকুল ইসলাম শফি, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক (মাজু) সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিকলীগ দক্ষিণ জেলার সভাপতি নুরুল হাকিম, বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা শ্রমিকলীগ সভাপতি সাবেক কোলাগাও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শামসুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা শ্রমিকলীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হাসান বাবু, প্রধান বক্তা ছিলেন জাতীয় শ্রমিকলীগ পটিয়া পৌরসভার সিনিয়র সহসভাপতি কলিমুর রহমান, আ.লীগ নেতা এটি এম শাহজাহান, ইউসুফ নবী টিপু, পটিয়া উপজেলা শ্রমিকলীগ সহসভাপতি রমজান আলী সর্দার, সুমন চৌধুরী, মোঃ বাসেক, রুবেল,রিয়াদ, এম হাসান হাসান বাপ্পি, জিল্লুর রহমান, মোরশেদ, জসিম, মোঃ হেলাল প্রমুখ।সভায় বক্তারা বলেন, ১২ অক্টোবর জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৬৯ সালের আজকের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন। শ্রমজীবী মানুষের দাবি আদায় ও অধিকার প্রতিষ্ঠাসহ তাদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে এই সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়। বক্তারা বলে আরোও বলেন, পটিয়ার উন্নয়ন ত্বরান্বিত করতে হুইপ শামসুল হক চৌধুরী হাতকে শক্তিশালী করার আহবান জানান এবং ভুমিদৃস্য ও মাদক মুক্ত পটিয়া গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করতে হবে সকলকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা। আলোচনা সভা শেষে পটিয়া পৌরসভার আওতায় ৯ টি ওয়ার্ডে শতাধিক গরীব অসহায় হৃতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।