

মো. সুমন হোসেন রাজশাহীঃ
সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ১৩ অক্টোবর বুধবার মহা অষ্টমীর দিনে রাজশাহী মহানগরের সকল পূজামণ্ডপের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক জননেতা মোঃ ডাবলু সরকার। এসময় তিনি নগরীর ৭৪ টি মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা যথার্থ বলেছেন “ধর্ম যার যার উৎসব সবার।” আপনারা আমরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, আর অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতেই বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করি। যেখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। বর্তমানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজ মুক্তিযুদ্ধের চেতনায় উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে দেশ। যার গর্বিত অংশীদার আমরা সকলে।
আপনারা সতর্ক থাকবেন কোন ষড়যন্ত্র যেন এই উৎসবমূখর পরিবেশে বিঘ্ন সৃষ্টি না করে।
তিনি আরো বলেন আপনারা আড়ম্বরপূর্ণ পরিবেশে শারদীয় দূর্গা উৎসব পালন করুন আমরা আপনাদের পাশে ছিলাম আছি থাকবো।
এসময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মমকিতুজ্জামান জুরাত, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, উপ-দপ্তর সম্পাদক পঙ্কজ দে, সদস্য আশীষ অর্পণ, মাসুদ আহম্মেদ, সদস্য ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আশরাফ উদ্দিন খান সদস্য ও ১৮ (দক্ষিণ) নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সদস্য ও ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সৈয়দ মমতাজ হোসেন, সদস্য ও ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিপ্লব কুমার সরকার, নগর শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ জেডু সরকার প্রমুখ।