

এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরোচীফঃ
১৩ অক্টোবর ২০২১ বুধবার কেশবপুর উপজেলাধীন ৫ নং মঙ্গলকোট ইউনিয়নে রামকৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে তাসলিমা বেগম (৩৪), নামে একজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছেন, কেশবপুর থানা পুলিশের সদস্যরা। আটককৃত নারী মাদক ব্যবসায়ীর নিকট থেকে ১৫৪ পিস ফেনসিডিলসহ তাকে আটক করা হয়েছে।
যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম, মহোদয়ের দিক নির্দেশনায় সহকারী পুলিশ সুপার মণিরামপুর সার্কেল আশেক সুজা মামুন, ও কেশবপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দীন, আমাদের এ প্রতিনিধিকে জানিয়েছেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি কেশবপুর উপজেলাধীন ৫ নং মঙ্গলকোট ইউনিয়নে রামকৃষ্ণপুর গ্রামে একজন নারী মাদক ব্যবসায়ী মাদক বিক্রির জন্য অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমানের নেতৃত্বে এসআই মিজানুর রহমান, এসআই শেখ মাহফুজার রহমান, এএসআই তরিকুল ইসলাম সহ সংঙ্গীয় ফোর্স কেশবপুর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে কেশবপুর থানাধীন ৫ নং মঙ্গলকোট ইউনিয়নে রামকৃষ্ণপুর গ্রাম হতে ১৫৪ বোতল ফেনসিডিলসহ মোছাঃ তাসলিমা বেগমকে আটক করেছে বলে জানিয়েছেন তিনি। পরবর্তীতে তার বিরুদ্ধে মদক আইনে নিয়িমিত মামলা করেন বলে জানা গেছে।