

মোঃ আবুল কালাম:
যত শোভা আছে এই বিশ্ব ভুবনে,
সবচেয়ে বেশি আছে বাংলার এই জমিনে।
গাছে গাছে,ফুলে পাখি বন আর বাদাড়ে,
ফুল সব ঝরে পড়ে থাকে আদাড়ে।
মাছেরা সব খেলা করে খালে আর বিলে,
শাপলা সব ফুটে থাকে বিলে আর ঝিলে।
সবুজের ছড়াছড়ি মাঠ আর ঘাট,
যে দিক পানে তাকাই শুধু ধান আর পাট।
বাগানেতে আছে শুধু ফল আর ফল,
গাছের আগায় ডাবের মধ্যে জল আর জল।
দক্ষিণ দিকে আছে বিশ্ব সেরা বন,
সেখানে আছে ডোরা কাটা বাঘ আর চিএল হরিণ।
উওর-পূর্বে আছে কিছু পাহাড় আর টিলা,
সেখানেতে হয় শুধু আনারস,চা আর কলা।
দূই মাস পর পর রূপের বদল হয়,
সে রূপেতে বিশ্ববাসী পাগল হয়ে যায়।
রূপে রূপে অপরূপ রূপের যে তার নেইকো শেষ,
তার তরেতে ধন্য আমরা আমাদেরই বাংলাদেশ।
ধনে- ধান্যে ভরা সে যে সম্পদের ও নেইকো শেষ,
আমরা সবাই ধন্য আজি বঙ্গবন্ধুর সোনার দেশ।
মন পাগল করে সবুজের পাতাতে,
নয়ন জুড়িয়ে যায় দৃশ্য আর শোভাতে।।