

মোঃ আল আমিন সিংড়া প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় ১ নং সুকাশ ইউনিয়নে বেলোয়া হাইস্কুলে মাঠে আদিবাসীদের আয়োজনে বিশাল ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৬ অক্টোবর) শনিবার সকাল ৯ টা হতে খেলাটি শুরু করে, বিকাল ৫ টা পর্যন্ত ফাইনাল খেলার মাধ্যোমে খেলাটি সমাপ্তি হয়। খেলাটিতে মোট আটটি দল অংশগ্রহন করেছেন।
খেলাটি শুভ উদ্বোধন করেন, সুকাশ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ। এসময় উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ডের মেম্বার ছরমান আলী।
খেলাটিতে ফাইনাল খেলেন জয়পুর হাট একাদশ, ও জেলা নওঁগা একাদশ। ৩-১ গোলে জয়পুর হাট একাদশ জয়লাভ করেন।ফাইনাল খেলাটিতে প্রথম পুরষ্কার ছিলো একটি ফ্রিজ, ও দ্বিতীয় পুরষ্কার ছিলো এল ই ডি মনিটর ।
খেলাটি পরিচালনা করেন, সরেশ চন্দ্র উরাওঁ
এ প্রতিনিধিকে তিনি বলেন, প্রতি বছরে ন্যয় এবারও আমরা খেলাটি আয়োজন করেছি।এই খেলাটি দীর্ঘ চার বছর ধরে চলমান রয়েছে, দূর্গা পূজার পরের দিন খেলাটি হয়ে থাকে।
সে খেলাতে অনেক দূরদুরান্ত হতে শুধু আদিবাসীরা খেলে থাকেন । আমাদের চলনবিলের কৃতি সন্তান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইসিটি প্রতিমন্ত্রী মহাদয় আলহাজ্ব এ্যাড. জুনাইদ আহমেদ পলক এমপির ভালোবাসায় আমরা এবারও খেলাটি আয়োজন করেছি।
বিকেলে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিংড়া উপজেলার আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ রাজু আহমেদ নাজিম, সিংড়া সরকারী গোল – ই আফরোজ সরকারী কলেজের ভিপি জুয়েল , সুকাশ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ, সুকাশ ইউনিয়নের আওয়ামিলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আজাহারুল ইসলাম, চেয়ারম্যান প্রার্থী সুলতান আহমেদ, ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুস সালাম,বামিহাল রহমত ইকবাল ডিগ্রি কলেজের অধ্যাপক নবীন চন্দ্র, মৌগ্রাম স্কুলের শিক্ষক মাহিনন্দ্রনাথ,
সার্বিক সহযোগিতার ছিলেন রতন কুমার উরাওঁ।