শ্রীপুরে মানববন্ধন ও প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো(বি,সি,পি,আর,টি,এ)


শ্রীপুর গাজীপুর প্রতিনিধি :
বাংলাদেশে মোবাইল ফোন মেরামত পেশার দ্বারা সংঘটিত অপরাধ বন্ধে বাংলাদেশ সেল ফোন রিপেয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন “বিসিপিআরটিএ” এর সাংগঠনিক উদ্দেশ্য বাস্তবায়নে আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারের কাছে সহযোগিতা কামনায় রবিবার সকাল ১১ টায় উপজেলার শিল্প নগরী মাওনা চৌরাস্তা উরাল সেতুর নিচে শ্রীপুর উপজেলা “বিসিপিআরটিএ” এর সভাপতি মো,আমিন ও সাধারণ সম্পাদক সোহাগ ভান্ডারীর নেত্রীত্বে এক মানববন্ধন অনুষ্ঠিত হয় একই সাথে কেক কেটে সংগঠনটির (১ম) প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category