

মোঃ বাবলু মল্লিক কালিয়া,নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ এর উদ্যোগে সোমবার (১৮ অক্টোবর) যথাযোগ্য মর্যাদায় শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালিত হয়েছে।
উপজেলার পহরডাঙ্গা পরিষদ চত্বরে সকাল ৮ টায় শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা মোকারম হোসেন হিরু, পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য মোঃ শাহাবুদ্দিন সিকদার, ৪ নং ওয়ার্ডের সদস্য রহিম সিকদার , মহিলা ৪/৫/৬ নং ওয়ার্ডের সদস্য রওশনারা বেগম, ইউনিয়ন সচিব খন্দকার আজাহার উদ্দিন, পহরডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ বাইজিদ মোল্লা, সাংবাদিক হাছিব ইকবাল,করিম স্বপনসহ গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহন করেন। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। এ হত্যাকান্ড থেকে সে দিনের অবুঝ শিশু শেখ রাসেলও রেহাই পাননি। শেখ রাসেল আজ বাংলাদেশের প্রতিটি শিশু-কিশোর, তরুন, শুভবোধসম্পন্ন মানুষের কাছে একটি আদর্শ ও ভালবাসার নাম।
পরে দোয়া ও মিষ্টি বিতরণ করেন।