চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১


মোঃখোরশেদ আলম বিশেষ সংবাদদাতা:
কুমিল্লার চৌদ্দগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছে।
রবিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে বারটার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানকরা রাস্তার মাথা এলাকায় দ্রুতগামী একটি গাড়ীর ধাক্কায় গুরুতর আহত অবস্থায় ৪০ বছর বয়সি এক ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার এসআই ইসহাক জানান, সংবাদ পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category