

রোকুনুজ্জামান খান:
গাজীপুর সদর উপজেলার কাশফিয়া প্রিন্টিং এন্ড প্যাকেজিং ফ্যাক্টরিতে আজাদ মিয়া (৩৫) নামের
এক শ্রমিকের রহস্য জনক মৃত্যু হয়েছে। রোববার (১৭ অক্টোবর) সদর উপজেলার ভবানীপুর এলাকায় মধ্য রাতে এ দুর্ঘটনা ঘটে।
কারখানাটির শ্রমিক ও স্বানীয়রা জানায়, কাশফিয়া প্রিন্টিং এন্ড প্যাকেজিং ফ্যাক্টরিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন সূত্রপাত হয়। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কারখানার শ্রমিক আজাদ মিয়া ঘটনাস্থলে গুরুতর আহত হন। কারখানার লোকজন এসে চিকিৎসার জন্য তাৎক্ষণিক উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈদ্যুতিক শর্ট সার্কিটের ঘটনা অস্বীকার করে বলেন, তেমন কিছু ঘটেনি, তবে কি কারণে এমন হয়েছে আমাদের কারো জানা নেই। শ্রমিকরা পড়ে থাকতে দেখে আমাদেরকে জানালে তাৎক্ষণিক চিকিৎসা জন্য ঢাকা পাঠাই।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক আজাদ মিয়া ঘটনাস্থলে গুরুতর আহত হন। কারখানার লোকজন এসে চিকিৎসার জন্য তাৎক্ষণিক ঢাকা পাঠায়। পড়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে এঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। আমরা তদন্ত করছি এর পিছনে কেউ জড়িত থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।