

পিএনএস ডেস্ক:
দৈনিক বঙ্গজননীর প্রধান সম্পাদক এবং ঢাকা ইউনিভার্সিটি এলামনাই নিউজের সম্পাদক আলী নিয়ামত পিএনএস নিউজের উপদেষ্টা সম্পাদক হলেন।
উল্লেখ্য, প্রতিষ্ঠার শুরু থেকে তিনি পিএনএস নিউজের নির্বাহী সম্পাদক হিসেবে দু’বছর দায়িত্ব পালন করেছিলেন। দৈনিক বাংলার বাণীর নিয়মিত লেখক, প্রতিবেদক এবং কলাম লেখক হিসেবে আলী নিয়ামত আশির দশকে ব্যাপক সুনাম অর্জন করেন এবং সেসময় তিনি মুক্তিযুদ্ধের পক্ষের সাপ্তাহিক পরিবর্তনের সহযোগী সম্পাদক হিসেবে জড়িত ছিলেন। ইস্টার্ন নিউজ এজেন্সি-এনা, দৈনিক ইত্তেফাক, দৈনিক জনকণ্ঠ, দৈনিক সংবাদ, দৈনিক আজকের কাগজসহ দেশ-বিদেশের বিভিন্ন পত্রিকা ও জার্নালে বাংলা ও ইংরেজি ভাষায় তিনি কলাম ও বিশেষ প্রতিবেদন লিখে আসছেন। বিশ্বের প্রথম ধূমপান ও মাদক বিরোধী ছাত্র সংগঠন-সাস্ক এবং ৫ বার জাতিসংঘ- হু পদক প্রাপ্ত সংগঠন-আধূনিকের তিনি প্রতিষ্ঠাতা-প্রধান সংগঠক এবং তামাক, মাদক, সন্ত্রাস, জঙ্গি, দুর্নীতি বিরোধী জোট: ক্যাটের তিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
পিএনএস/আনোয়ার