

মোঃ গোলাম মোস্তফা, নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলে মরহুম বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন এবং মরহুম শাহজাহান শিকদার স্মরণে ১৬ দলীয় হা-ডু-ডু টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ অক্টোবর) বিকাল ৪টায় চরবেতাগৈর ইউনিয়নে চরউত্তরবন্দ এম এইচ উচ্চ বিদ্যালয় মাঠে এই হা-ডু-ডু টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের সভাপতি মোঃ আনোয়ার হোসেন শাহিনের সভাপতিত্বে স্থানীয় এমপি আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ফাইনাল খেলার উদ্বোধন করেন।
খেলায় উপজেলার চরকোমরভাঙ্গা একাদশ ২৫-০৫ পয়েন্টে উপজেলার চরশ্রীরামপুর একাদশ হা-ডু-ডু দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
এদিন হাজার হাজার দর্শকের উল্লাসে মুখরিত ছিল খেলার মাঠ এলাকা। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা দেখতে বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা এসেছিলেন। দুপুরের আগেই দর্শকে পরিপূর্ণ হয়ে যায় চারপাশ। খেলার মাঠ উপচে কেউ বিদ্যালয়ের ছাঁদে, গাছের ডালে উঠে এ খেলা উপভোগ করেন। উত্তেজনাপূর্ণ এ খেলায় উভয় দলে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের খ্যতিমান খেলোয়াড়রা অংশগ্রহণ করেন।
হা-ডু-ডু খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল, উপজেলা আওয়ামী লীগ নেতা, সাবেক ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, জেলা পরিষদ সদস্য এবং উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক বাহার, চরবেতাগৈর ইউপি চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন সরকার প্রমুখ।
এ টুর্নামেন্টের সভাপতি মো. আনোয়ার হোসেন শাহিন বলেন, গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী দেশীয় খেলাকে পুনরুজ্জীবিত করতে আমাদের এ আয়োজন। আগামীতে আরো বড় পরিসরে এই হা-ডু-ডু টুর্নামেন্টের আয়োজন করা হবে।
প্রধান অতিথি আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা হা-ডু-ডু। আর এই খেলাকে বর্তমান তরুণ সমাজের কাছে আকর্ষণীয় ও জনপ্রিয় করে তুলতে বেশী করে খেলার আয়োজন করতে হবে। তবেই হারিয়ে যাওয়া এই খেলা গ্রামবাংলায় আবার জনপ্রিয় হয়ে উঠবে। তিনি এই টুর্নামেন্ট আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে প্রথম পুরস্কার হিসেবে ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার এলইডি টেলিভিশন প্রদান করা হয়।