

এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরোচীফঃ
১৯ অক্টোবর ২০২১ মঙ্গলবার সন্ধ্যা অনুমান
৭ টা ১৫ মিনিটের দিকে রুপসা থানাধীন এলাকা থেকে আলাল হোসেন (৩৪), নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন, খুলনা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের সদস্যরা।আটককৃত ব্যক্তির নিকট থেকে ৫ (শত) গ্রাম গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী খুলনা জেলার রুপসা থানাধীন রামনগর গ্রামের ইসমাইল হোসেনের, ছেলে বলে জানা গেছে।
খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, মহোদয়ের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত, আমাদের এ প্রতিনিধিকে জানিয়েছেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ১৯ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটের দিকে রুপসা উপজেলার কিসমত খুলনা সাকিনস্থ জনৈক মান্নান মেম্বরের পারিবারিক কবর স্থানের সামনে কিসমত খোড়ার বটতলা মোড় হইতে নৈহাটি কালীবাড়ী বাজার গামী পাকা রাস্তার উপরে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী মাদক নিয়ে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক, এর নেতৃত্বে সংগীয় অফিসার ও ফোর্সসহ রূপসা থানা এলাকায় মাদক, ও অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযান করাকালে মাদকদ্রব্য বিক্রয়ের কথা জানতে পেরে রূপসা থানাধীন কিসমত খুলনা সাকিনস্থ জনৈক মান্নান মেম্বরের পারিবারিক কবর স্থানের সামনে কিসমত খোড়ার বটতলা মোড় হইতে নৈহাটি কালীবাড়ী বাজার গামী পাকা রাস্তার উপর থেকে উক্ত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেন। আটক ওই মাদক ব্যবসায়ীর কাছে থাকা শপিং ব্যাগের ভেতরে খবরের কাগজ ও পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় রক্ষিত ৫ (শত) গ্রাম গাঁজা উদ্ধার করেন। পরবর্তীতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন নিয়মিত মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, আলাল হোসেন একজন পেশাদার চিহ্নিত মাদক ব্যবসায়ী, সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এসকল মাদকদ্রব্য ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে রূপসা থানাসহ বিভিন্ন থানায় মাদক দ্রব্য আইনে সর্বমোট ৭ টি মামলা রয়েছে, বলে জানা গেছে।
রূপসা থানার মামলা নং-২০, ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক) দায়ের করেন।