

এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরোচীফঃ
১৯ অক্টোবর ২০২১ মঙ্গলবার বিকালে যশোরের অভয়নগর উপজেলা আওয়ামী লীগের
কার্যালয়ের সামনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে।
অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও (সাবেক) পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, সহ-সভাপতি সানা আব্দুল মান্নান, নওয়াপাড়া পৌর আওয়ামী লীগ নেতা ও নওয়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অভয়নগর উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর তালিম হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রওশন কবীর টুটুল।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোল্যা আনোয়ার হোসেন। এ সময় আরোও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লায়লা খাতুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, মিনারা পারভীন, আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান মোল্যা, আনিসুর রহমান মিন্টু, ফারাজী মাসুদুর রহমান টিটো, আকরামুজ্জামান কুদ্দুস, হাবিবুর রহমান, সৈয়দ মনোয়ার হোসেন, আব্দুর রউফ মোল্যা, পৌর কাউন্সিলর আলহাজ্ব মিজানুর রহমান, শেখ আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, তানভির রহমান তানু, রেজা ফারাজী, বিপুল শেখ, রাশেদা খানম লিপি সহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর ওয়ার্ড আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। সমাবেশ শেষে নওয়াপাড়া বাজারে যশোর-খুলনা মহাসড়কে বিশাল শান্তি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নওয়াপাড়া রেল স্টেশন এলাকায় গিয়ে সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে শেষ করা হয়।