

আরিফ প্রধান :
গাজীপুরের শ্রীপুরে প্রয়াত সাংবাদিকদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ অক্টোবর বুধবার শ্রীপুর প্রেসক্লাবের উদ্যোগে সারাদিন ব্যাপি জেলা পরিষদ ডাকবাংলোয় দৈনিক নয়া দিগন্তের শ্রীপুর সংবাদদাতা মরহুম মোঃ নজরুল ইসলাম মহাবুব, দৈনিক বাংলাদেশ সময়ের শ্রীপুর প্রতিনিধি সাঈদ ইসতিয়াক মিঠু, দৈনিক জনতার মোঃ আকতার হোসেন শেখ স্মরণে কুরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাকের শ্রীপুর প্রতিনিধি আলহাজ্ব এম এম ফারুকের সভাপতিত্বে এবং দৈনিক নয়া দিগন্তের শ্রীপুর সংবাদদাতা সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বক্তব্য রাখেন, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি আলহাজ্ব কবির সরকার।
সাংগঠনিক সম্পাদক মোহনা টেলিভিশনের শ্রীপুর প্রতিনিধি আলফাজ সরকার আকাশ, দৈনিক ভোরের চেতনার বার্তা সম্পাদক মোঃ হাদিউল আলম মোড়ল, দৈনিক তৃতীয় মাত্রার আরিফ মণ্ডল, নিউজ ২৪ টেলিভিশনের আল আমিন, দৈনিক মুক্ত খবরের আরিফ প্রধান, দৈনিক বাংলাদেশের আলো শ্রীপুর প্রতিনিধি মোঃ ইকবাল হোসেন, দৈনিক বাংলাদেশ সমাচারের শ্রীপুর প্রতিনিধি মোঃ ফুয়াদ মণ্ডল। দোয়া পরিচালনা করেন দৈনিক আমার সময়ের শ্রীপুর প্রতিনিধি মাওলানা আফসার উদ্দিন আহমদ।