

মোঃ উজ্জল স্টাফ রিপোর্টার:
আগামী ২২ অক্টোবর ২০২১ নিরাপদ সড়ক দিবসকে সামনে রেখে গাজীপুর রিজিওন মাওনা হাইওয়ে থানা এলাকায় মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে পুলিশ কঠোর তৎপরতা চালিয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে মাওনা হাইওয়ে থানা পুলিশ।
মাওনা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায় , গত ১ জানুয়ারি ২০২১ থেকে ১৯ অক্টোবর ২০২১ পর্যন্ত মোট ১৪৪৩ মামলা দেওয়া হয়েছে। এবং চলতি মাসের( ১ অক্টোবর) হইতে (১৯ অক্টোবর) পর্যন্ত, ১৪৭ টি মামলা দেয়া হয়েছে।
বুধবার (২০ অক্টোবর ) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে চেক পোস্ট বসিয়ে থ্রি হুইলার বন্ধে সতর্কতামূলক সচেতনতার জন্য সড়কের লিফলেট বিতরনসহ বিভিন্ন জায়গায় ব্যানার টানাতে দেখা গেছে।
মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন জানান, মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে মাওনা হাইওয়ে থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। থ্রি হুইলার অটোরিকশা, ইজিবাইক ও ইঞ্জিনচালিত তিন চাকার যান মহাসড়কের উঠলেই তাৎক্ষণিক আটক করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামী ২২অক্টোবর নিরাপদ সড়ক দিবস উৎযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে মাওনা হাইওয়ে থানা পুলিশ। চালকদের সচেতনতা বৃদ্ধির লক্ষে লিফলেট বিতরণ করা হচ্ছে।