

পটুয়াখালী প্রতিনিধি শম্ভু সাহা:
পটুয়াখালী জেলা পরিষদের আয়োজনে বঙ্গবন্ধুর আত্মজীবনী ও পানির ফিল্টার বিতরণ করা হয়।
২১ অক্টোবর বৃহষ্পতিবার
বেলা ১১ টায় পটুয়াখালী জেলা পরিষদ মিলনায়তনে পটুয়াখালী জেলা পরিষদ এর উদ্যোগে ৪৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর আত্মজীবনী পুস্তক ও বিশুদ্ধ পানির জন্য ফিল্টার করেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন মিয়া।
জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী কানিজ সুলতানা এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী শাহ মোঃ রফিকুল ইসলাম, পটুয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এ ক এম শহিদুল ইসলাম সহকারী শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জালাল আহম্মেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রী, সাংবাদিক বৃন্দ।
এ সময় কানিজ সুলতানা এমপি বলেন বঙ্গবন্ধুর বিভিন্ন দিক নিয়ে প্রকাশিত যে দুটি বই আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান এ দেওয়া হয়েছে প্রতিদিন ২ পৃষ্ঠা করে ছাত্র ছাত্রীদের পড়াবেন।