সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতাঃ-
২৪ ঘন্টা ডিউটি নই, স্কুল টাইমে ডিউটির দাবী জানিয়ে চট্টগ্রামের পটিয়ায়
সরকারী প্রাথমিক বিদ্যালয় দপ্তরী কাম প্রহরী সমিতির নেতৃবৃন্দ পটিয়াউপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি পেশ করেছে। ২১ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহমদের নিকট পৃথকভাবে স্মারকলিপি তুলে
দেন।এসময় নেতৃবৃন্দ দপ্তরী কাম-প্রহরী পদে নিয়োগ সংক্রান্ত নীতিমালার বিষয়ে দায়েরকৃত রীট পিটিশন নং-৩৪৫৮/২০১৫ এর রায়ের আলোকে সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য দাবী জানান। তারা বলেন ২৪ ঘন্টা ডিউটির কারনে উচ্চ আদালতে রিট পিটিশনটি করা হলে উচ্চ আদালত শুধুমাত্র স্কুল চলাকালীন সময়ে ডিউটি করার নির্দেশ জারি করেন। এ দাবী বাস্তবায়নের জন্য তারা স্মারকলিপির সাথে।আউটসোর্সিং নীতিমালা-২০১৮, ২০১২ ও উচ্চ আদালতের রায়ের কপিও সংযুক্তি হিসেবে প্রদান করেন।
স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সানাউল্লাহ কাউছার, জিসা চাকমা, সংগঠনের সভাপতি মোহাম্মদ এমদাদদ হোসেন, সহ-সভাপতি, মোঃ সোহেল। সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক
শিহাব উদ্দিন, অর্থ সম্পাদক, মোহাম্মদ জালাল, প্রচার সম্পাদক, মোঃ সৈয়দ ধর্ম বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।সংগঠনের সভাপতি ও পাইকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী এমদাদ হোসেন জানান, আমাদের পদটি হচ্ছে দপ্তরী কাম প্রহরী। এ পদে নৈশপ্রহরী উল্লেখ নাই। আমাদেরকে দিনরাত ডিউটি করে যেতে হচ্ছে। উচ্চ আদালতের রিট পিটিশন মোতাবেক শুধুমাত্র স্কুল চলাকালীন সময়ে আমাদের ডিউটির কথাউল্লেখ থাকলেও এখনো পর্যন্ত তা কার্যকর হয় নি। আমরা উচ্চ আদালতের আদেশ দ্রুত বাস্তবায়নের জন্য প্রশাসনের নিকট দাবী জানিয়েছি।উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ জানিয়েছেন, সরকারী প্রাথমিকবিদ্যালয় দপ্তরী কাম প্রহরী সমিতি একটি স্মারকলিপি প্রদান করেছে। আমরা তা
বিবেচনায় নিয়ে উচ্চ আদালতের আদেশ দেখে কার্যকর করার জন্য ব্যবস্থা নেব।