সিংড়ায় তিন ব্যাটারী চোর আটক


মোঃ আল আমিন, সিংড়া প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় সুকাশ ইউনিয়নের দূর্গাপুর বাজার হতে টাওয়ারের ব্যাটারি চুরে করতে এসে তিন যুবককে আটক করেছে স্থানীয়রা।
শুক্রবার দুপুর ১ টায় নামাজের সময় সুযোগ নিয়েছিলো চোরেরা।
আটককৃতরা হলেন, মোঃ টিটু,( ৩০), পিতা সামছুল রহমান , ঢাকা সাভার, ফুলবাড়ীয়া, মোঃ মাসুদ ইসলাম,( ২৭) পিতা, জাহাঙ্গির কবির,মানিক দিঘী বগুড়া, কাহালু, মোঃ রাব্বি আহমেদ, (২০),পিতা, মিজানুর রহমান,কাছিকাটা, গুরুদাশপুর।
আটককৃত ও স্থানাীয়দের কাছে থেকে জানা যায়,
মোট ছয়টি ব্যটারি এর মধ্যে সিরাজগঞ্জ জেলা হতে চারটি ও দূর্গাপুর হতে দুইটি, ও তাদের ব্যবহারের তিনটি মোবাইল ফোন সক পিক আপ গাড়ী, গাড়ী নং ঢাকা মেট্রো – ন ২০-৩৭৬৮, সিংড়া থানার এস আই মোঃ মোজাম্মেল সহ তার টিমের হাতে তুলে দেন এলাকাবাসী।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category