

এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরোচীফঃ
২২ অক্টোবর ২০২১ শুক্রবার সন্ধ্যা ৬ টা ১০ মিনিটের দিকে খুলনা জেলা ডুমুরিয়া থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ২ (শত) ৫০ (পঞ্চাশ) গাঁজাসহ রাকিব হাসান (২০), নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন, খুলনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের সদস্যরা। আটক মাদক ব্যবসায়ী যশোর জেলা চৌগাছা উপজেলার মুক্তারপুর গ্রামের রুহুল আমীনের, ছেলে বলে জানা গেছে।
খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, মহোদয়ের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) উজ্জ্বল কুমার দত্ত, আমাদের এ প্রতিনিধিকে জানিয়েছেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ২২ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটের দিকে ডুমুরিয়া থানা এলাকায় মাদক, অস্ত্র, ও অন্যান্য উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযান করাকালে মাদকদ্রব্য বিক্রয়ের কথা জানতে পেয়ে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিকের,
নেতৃত্বে সংগীয় অফিসার ও ফোর্সসহ ডুমুরিয়া থানা এলাকায় মাদক, অস্ত্র, ও অন্যান্য উদ্ধার অভিযান পরিচালনা করেন। ডুমুরিয়া থানাধীন টিয়াবুনিয়া সাকিনস্থ হযরত শাহ্ চন্দ্রপুরী জুট মিলের দক্ষিণ পাশে কৈয়া বাজার হইতে বানিয়াখালী গামী পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ীকে ২ (শত) ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ডুমুরিয়া থানার মামলা নং-১১, তারিখ- ২২/১০/২০২১ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক) দায়ের করেন।