

মোঃ আইনুল হক পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় “সামপ্রদায়িক সহিংসতা ও অপরাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন” নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাও সিন্ডিকেট বাণিজ্য বন্ধ করো, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পীরগঞ্জ উপজেলা শাখা এই স্লোগানকে সামনে রেখে একটি বিক্ষোভ র্যালি ও মানববন্ধন করেছে। শনিবার দুপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আয়োজিত বিক্ষোভ র্যালিটি পীরগঞ্জ পাবলিক ক্লাব থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পূর্ব চৌরাস্তায় এসে মানববন্ধনে মিলিতি হন। ঘন্টাব্যপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, পীরগঞ্জ উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি এনামুল হক দুলাল, সাধারণ সম্পাদক এডভোকেট আবু সায়েম, কমিউনিস্ট নেতা মর্তুজা আলম,ক্ষেত মজুর নেতা আমিনুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম কমানো ও সারাদেশে সাম্প্রদায়িক হামলার সুষ্ঠুভাবে তদন্তের দাবি জানান।