

সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতাঃ-
চট্টগ্রামের পটিয়ার ধলঘাট ক্যাম্প বাজারে দোকানদারের উপর হামলার ঘটনায় কায়ছার আলম জয়কে ষড়য়ন্ত্রমূলক মামলায় জড়ানোর প্রতিবাদে (২৩ অক্টোবর) শনিবার পরিবারবর্গ পক্ষ থেকে সংবাদ সম্মেলনকরেছে। পটিয়া প্রেসক্লবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কায়ছার আলম জয় এর চাচা ফরিদুল আলম। এ সময় উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, নুরুল আমিন, নুরুল মনসুর, তৌহিদুল ইসলাম।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বলেন, পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের ক্যাম্প বাজার এলাকায় মেসার্স ফরিদ ট্রেডার্স নামের ১৭ অক্টোবর
দোকানদারের উপর হামলার ঘটনায় পটিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। উক্ত
মামলায় এক নম্বর আসামী হিসেবে আমার বড়ভাই দিদারুল আলম এর ছেলে কায়সার আলম জয়কে ষড়য়ন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। আমার ভাতিজা উক্ত ঘটনার
সাথে কোনভাবে জড়িত ছিল না। সামাজিকভাবে আমাদের হেয় প্রতিপন্ন করার জন্য এ মামলায় জড়ানো হয়েছে। মামলার বাদী ফরিদুল আলম এর চাচাতো ভাই বর্তমান ধলঘাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার আবুল কালাম। আমার ভাই মোঃ খোরশেদ আলম দুলালও ধলঘাট ইউপি আগামী নির্বাচনে ৬নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী। তারই লক্ষ্যে সনাতন ধর্মবলন্বীদের দুর্গাপূজার নবমী দিনে এলাকার লোকজন নিয়ে আমরা বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করি এ সময় বর্তমান মেম্বার আবুল কালাম বিভিন্নভাবে পুলিশ দিয়ে আমাদের কার্যক্রমে বাঁধা সৃষ্টি করার চেষ্টা
করেছিল। কিন্তু পুলিশের সার্বিক সহযোগিতায় তা সক্ষম হয়নি। এ বিষয়টি নিয়ে
ফেইসবুক ষ্টাটার্স দিয়ে ষড়যন্ত্রকারীদের নিন্দা জানায়। বিষয়টি নিয়ে ছেলেদের মধ্যে কমেন্ট দেওয়া নেওয়া নিয়ে বাদী ফরিদুল আলমের ছেলে শাকিলের সাথে বাকবিতন্ডানা হয়। এই বিষয় নিয়ে আমার ভাতিজা কিংবা আমার পরিবার কোন ভাবে জড়িত ছিল না। শুধু মাত্র আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে
মেম্বার পদে ফায়দা লুটার জন্য আমার ভাতিজা কায়ছার আলম জয় এর বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র মামলায় জড়ানো হয়েছে। আমরা পরিবারের পক্ষ থেকে উক্ত মিথ্যা মামলা থেকে কায়সার আলম জয়কে অব্যহতি দেওয়া জন্য প্রশাসনের নিকট দাবি জানান।