

পটুয়াখালী প্রতিনিধি শম্ভু সাহা:
পটুয়াখালী পৌরসভা পরিচালনাধীন পৌর নিউমার্কেট কাচাঁ বাজারে অস্থায়ী ঘরের পরিবর্তে ৪ তলা ভিত্তি সম্মিলিত আধুনিক কিচেন মার্কেট নির্মানের লক্ষ্য অন্তবর্তীকালীন সময়ে ব্যবসা-বানিজ্য অব্যাহত রাখায় করনীয় নির্ধারনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ অক্টোবর শনিবার বেলা সাড়ে ১১ টায় পৌর সভার মিলনায়তনে পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী শহর আওয়ামিলীগ এর সভাপতি শাহজালাল খান, নির্বাহী প্রকৌশলী মোঃ জসিমউদদীন আরজু,দি পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র সহসভাপতি ফরহাদ জামান বাদল,যুবলীগ নেতা ও ব্যবসায়ী এ্যাডঃ হাফিজুর রহমান হাফিজ, দুমকি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শাহজাহান সিকদারসহ পৌর কাউন্সিলর বৃন্দ,ব্যবসায়ী এবং অন্যান্য নের্তৃবৃন্দ অত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ব্যবসায়ীদের সর্বসম্মতি ক্রমে আগামী ২০ দিনের মধ্যে নিউমার্কেট এর আধুনিক ও অত্যাধুনিক ৪ তলা ভবনের কার্যক্রম শুরু হবে।