

এম. এ আজাদ পটিয়াঃ-
চট্টগ্রামের পটিয়ার ছনহরা ৬ নং ওয়ার্ড গুয়াতলী আবু তালের ড্রাইভারের বাড়িতে আবদুল বশর নামে এক ব্যাক্তিকে স্বপরিবার চলাচলের পথে খেজুর ও বড়ই কাটা দিয়ে বন্ধ করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় মৃত্য নজির আহমদ এর পুএ আবদুল বশর বাদী হয়ে পটিয়া থানায় আবু তালেব সহ ৪/৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।ঘটনাটি ঘটেছে গত ১০ অক্টোবর সকাল ১০ টায়। অভিযোগ সুএে জানাযায়, আবুল তালেব ড্রাইভার ও আবদুর রশর আপন ভাই। পারিবারিকভাবে তাদের পৈতৃক বসতভিটা ও জায়গা পুর্বে ভাগ বন্টন করে উভয় শান্তিপুর্ণ বসবাস করে আসছিল। বর্তমানে আবু তালেবের ছেলেদের টাকা পয়সা বেশি হওয়ায় আবদুল বশরকে পৈতৃক বসতভিটা ছাড়া করতে চলাচলের পথে বড়ই ও খেজুর কাটা দিয়ে পথ বন্ধ করে দেয় বলে আবদুল বশর অভিযোগ করেন।বিষয়টি পটিয়া থানার ওসি রেজাউল করিমের নির্দেশে গত ১৩ অক্টোবর এস আই আল উল হোসনা তদন্তে গিয়ে পথে কাটা সরিয়ে দেন। এর কিছুক্ষণ পর আবু তালেব গং পুনরায় পথে কাটা দিয়ে বন্ধ করে দেয় বলে আবদুল বশরের এর স্কুল পড়ুয়া কন্যা রুনা আকতার, সুলতানা বেগম জানান।তারা স্কুলে যেতে পারছেনা বলে অভিযোগ করেন।এর প্রতিবাদ করলে আবদুল বশর কে হত্যার হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ সুএে জানাযায়। পটিয়া থানার ওসি তদন্ত রাশেদুল ইসলাম অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
এ ব্যাপারে আবদুল বশর পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার ও পটিয়া থানার ওসি তদন্ত রাশেদুল ইসলাম এর সুদৃষ্টি কামনা করেন।