

এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরোচীফ;
২৪ অক্টোবর ২০২১ রবিবার ভোর অনুমান ৬ টার দিকে যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ঘুনি রাস্তার পাশে হাইওয়ের রোডের ব্রীজের জলাশয়ে অজ্ঞাত (৬২) বছরের একজন বৃদ্ধ পুরুষের মৃতদেহ ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয় লোকজন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন, বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের এএসআই পিয়ারুল ইসলাম, স্থানীয় লোকজনের সহযোগিতায় মৃতদেহটি জলাশয়ের থেকে মহাসড়কের উপরে উঠানো হয়।
স্থানীয় সূত্রে, আমাদের এ প্রতিনিধিকে জানিয়েছেন, গত ২৩ অক্টোবর স্থানীয় লোকজন পথচারী ও মিল শ্রমিকরা ঘুনি রাস্তার পাশে ব্রিজের উপর ভারসাম্যহীন একজন পুরুষ (পাগল) মানুষকে দেখতে পায়। স্থানীয় সবার ধারণা ভারসাম্যহীন (পাগল) বৃদ্ধ লোকটি জলাশয়ের মধ্যে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। এখনো পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
পরবর্তীতে অজ্ঞাত মৃতদেহটি ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়।